১ম গরুঃ ভাই তোমার খুব কষ্ট হচ্ছে তাই না?
২য় গরুঃ হ্যাঁ ভাই, ৩ দিন ধরে ২ বাঁশের
চিপায় বেঁধে রেখেছে। একটুও নড়াচড়া
করতে পারছি না।
গ্রামে সারাদিন মাঠে ঘুরেঘুরে ঘাস খেতাম।
কিন্তু এখানে...!!
১ম গরুঃ ভাই তুমি কি কিছু খেয়েছ?
আমার না অনেক ক্ষুধা পেয়েছে !!
২য় গরুঃ কি যে বল না, ৩ দিনে একফোঁটা
পানিই খেতে পেলাম না, আর খাবার।
দেখছ না মুখ দিয়ে কেমন ফ্যানা উঠে গেছে।
১ম গরুঃ ভাই তুমি কাঁদছ কেন?
আমাদের জীবন তো এমনই।
আমরা কি আর সুখে থাকার জন্য জন্ম
নিয়েছি বল?
২য় গরুঃ ৩ দিন এই বাঁশের চিপায়
দাঁড়িয়ে আছি। রশি এত শক্ত করে বেঁধেছে,
দেখ দেখ গলার লোম কেমন উঠে গিয়েছে,
এই যে এখানে দেখ কেমন দাগ হয়ে
গিয়েছে...!!
১ম গরুঃ কি হল ভাই, তুমি এভাবে মাথা
নিচু করে আছ কেন? ছটফট করছ কেন তুমি?
২য় গরুঃ শোয়ার চেষ্টা করছি।
একটাবার
যদি মাটিতে গা লাগাতে পারতাম??
"যাদের গরু কেনা শেষ এবং যারা কিনবেন,
দয়া করে উপরের বিষয়গুলো খেয়াল
রাখবেন, যেন পশু কষ্ট না পায়।
বাজার থেকে গরু আনার সাথেসাথেই পানি
খাওয়াবেন ও খড় খাওয়াবেন।"
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন