মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

শুদ্ধ বাংলা ভাষায় কোন গালির অস্তিত্ব নেই…..কি


আমাদের শুদ্ধ বাংলা ভাষায় কোন গালির অস্তিত্ব নেই…..কি ?? বিশ্বাশ হলনা ?? চলুন দেখিঃ ১।কুত্তার বাচ্চা শুদ্ধ বাংলাঃ কুকুর ছানা ২।শালা শুদ্ধ বাংলাঃশ্যালক ৩।তোমার মায়েরে আমি আন্টি ডাকি শুদ্ধ বাংলাঃতোমার মা এমন একজন ব্যাক্তি যাকে আমি আন্টি ডাকি। ৪।ওই হারামজাদা শুদ্ধ বাংলাঃওহে হারামির সন্তান ৫।তোমার নানিরে আমি নানী ডাকি শুদ্ধ বাংলাঃ তোমার নানার স্ত্রীকে আমি আমার নানার স্ত্রী বলিয়া বিবেচনা করি। ৬।তুই শালা আতেল শুদ্ধ বাংলাঃ তুই আমার স্ত্রীর এমন একজন ভাই যার তেল নেই। সুতরাং বন্ধুগন…বুঝতেই পারছেন খাটি বাংলাকে শুদ্ধ বাংলাতে রুপান্তর করলে গালি গুলো কত মধুর হয়ে উঠে..চলুন আজ থেকে সবাই নিজেদের মুখ বদলে দেই….. বদলে যাবে গালির চেহারা…বদলে যাবে দেশ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন