প্রশ্ন :আপনার নাম কি?
উঃ :আমার নাম চাপা চৌধুরী।
প্রশ্ন :বাড়ী কোথায়?
উঃ :চাপাইনবাবগঞ্জ।
প্রশ্ন :আপনার প্রিয় ফুল কি?
উঃ :চাপা ফুল।
প্রশ্ন :প্রিয় ফল কি?
উঃ :চাপা কলা
প্রশ্ন :প্রিয় তরকারী?
উঃ :চাপা শুটকি।
প্রশ্ন :অবসর সময় কি করেন? উঃ :চা–
পাতার গন্ধ শুকি।
প্রশ্ন :প্রিয় চলচ্চিত্র কি?
উঃ :চাপা ডাঙ্গার বউ।
প্রশ্ন :সখ কি?
উঃ :চাপা মারা। :x
প্রশ্ন :রাগেন কখন?
উঃ :চাপা উত্তেজনায়।
প্রশ্ন :আনন্দে কি করেন?
উঃ :চাপা হাসি দেই।
প্রশ্ন :দুঃখ পেলে কি করেন?
উঃ :চাপা কান্না করি।
প্রশ্ন :আপনার প্রিয় ব্যক্তিত্ব কারা?
উঃ :চাপাবাজরা।
প্রশ্ন :আপনার ভবিষ্যৎ
পরিকল্পনা কি?
উঃ :ট্রাক চাপা পড়ে কেউ যেন
না মরে তার ব্যবস্থা করা। প্রশ্ন :
(হাতের
আঙ্গুলে ব্যান্ডেজ
বাধা দেখে জিঙ্গেস করলাম)
আঙ্গুলে ব্যাথা পেলেন
কি করে?
উঃ :দরজায় একটু চাপা খাইছিলাম।
.....আরকিছু ?
মাইরালা হেতেরে কেউ
মাইরালা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন