রাতে বাড়িতে ফিরে ঘুমাতে গেলো।
ঘুমাতে ঘুমাতে দেখল
যে সে মারা
গিয়েছে।
সে পরজগতে গিয়ে ঈশ্বরকে অনুরোধ
করল দুনিয়ায় আরেকবার
ফেরত
পাঠানোর জন্য। ঈশ্বর
তাকে আরেকটা
সুযোগ দিলো আর
মুরগী বানায় দুনিয়ায়
ফিরে পাঠাল।
মুরগী হয়ে সে একটা ডিম
দিল।
ডিম দেখে সে হতভম্ব
হয়ে গেলো।
ডিমটা ছিল সোনার
খুশিতে সে জোর
দিয়ে আরেকটা ডিম দিল।
সেটাও সোনার ডিম সে আরও
খুশিতে
জোশের
সাথে তিতীয়বারের
মত ডিম পাড়ার জন্য জোর
দেয়া শুরু
করতেই কেউ একজন
তাকে জুতা মারল।
সে চোখ খুলে দেখল তার
স্ত্রী
চিৎকার করে যাচ্ছে-
.
. .
.
.
.
.
“উঠ শালা!
বিছানায় বাথরুম করেই
যাচ্ছে তো করেই
যাচ্ছে,
কেমন লাগলো কমান্ট এ
বলতে ভুলবেননা।
√ বিঃদ্রঃ- পোষ্টটা কেমন
লেগেছে আপনার?
কমেন্ট (Comment)
করতে ভূলবেন না।
আপনার যদি লিখতে কষ্ট হয়,
তাহলে সংক্ষেপে
T=(thanks).
G=(good).
B=(bad).
N=(nice).
O=(osthisr).
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন