স্ত্রী:ওগো ঈদের শপিং করব বলে,
যেতে চাই আজ শপিং মলে।
স্বামী :অফিসে জমা অনেক কাজ,
না গেেল হয় না জান আজ।
স্ত্রী:তুমি ভাবো তুমিই চালাক,
আজ না গেলে দিবো তালাক।
স্বামী :মজা করছিলাম কখন যাবা,
কিনে দেবো যাই চাবা।(তালাকের
ভয়ে)
স্ত্রী :এইতো মোর
লক্ষী স্বামী,
পাখি কিনবো ৬ হাজার
টাকা দামী
স্বামী :অন্য কোন জামা কেনো,
শুধুই কি পাখি চেনো।(পকেটের
কথা চিন্তা করে)
স্ত্রী :পাখি না কিনে দিলে
খাবো তোমায় আস্ত গিলে
স্বামী:স্টার জলসার সিরিয়াল
দেখে,
স্বামীর পকেট খালি করতে শেখে।
(অসহায় ভাবে)
স্ত্রী :এই কি বললে তুমি,
তোমার পকেট খালি করি আমি।
স্বামী :বোঝেনা .........সে বোঝেনা.............,
পাখি ছাড়া কিছুই খোজে না।
(বাড়ি যাওয়ার রিকশা ভাড়াও
পকেটে নাই এই শোকে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন