শিক্ষকঃ তুমি হোমওয়ার্ক
করে আনো নি কেন?
ছাত্রঃ স্যার , লোডশেডিং। তাই
আলো ছিলো না ...
স্যারঃ মোমবাতি জ্বালালেই
হতো।
ছাত্রঃ স্যার, লাইটার ছিলো না...
স্যারঃ লাইটার ছিলোনা কেন ?
ছাত্রঃ স্যার ,
বাবা যে রূমে নামাজ
পড়ছিলো ওখানে ছিলো।
স্যারঃ তাহলে .. ওখান
থেকে আনলে না কেন?
ছাত্রঃ স্যার , আমার ওজু ছিলোনা ...
স্যারঃ ওজু ছিলোনা কেন ?
ছাত্রঃ পানি ছিলোনা স্যার...
স্যারঃ কেন ছিলো না ?
ছাত্রঃ মোটর কাজ করছিলো না!!!
স্যারঃ স্টুপিড !!!
মোটরে কি হয়েছিলো?
ছাত্রঃ স্যার , শুরুতেই
তো আপনাকে বললাম , কারেন্ট
ছিলো না।
ছাত্রের এই অজুহাতের জন্য
কয়টা লাইক দিবেন?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন