এক ছেলে সকালবেলা ইমাম সাহেবের কাছে এসে বললো – “ইমাম সাহেব, আমি নদী’তে কুলি ফেলছি । তওবা করতে চাই ।”
.
ইমাম সাহেব বললেন-“নদীর প্রবাহমান পানিতে কুলি ফেললে তা এমন কোনো ময়লা হয় না…তাছাড়া এতে তোমার কোনো পাপ-ও হয়নি । নিশ্চিন্ত মনে চলে যাও ।”
.
-“না ইমাম সাহেব, আমাকে দয়া করে তওবা পড়িয়ে দেন।”
.
অগত্যা ইমাম সাহেব তাকে তওবা পড়িয়ে দিলেন ।
.
একটুপর আরেকটি ছেলে এসে নদী’তে কুলি ফেলার জন্য তওবা করতে চাইলো । ইমাম সাহেব তাকেও বোঝালেন, কিন্তু লাভ হলো না, তাকেও তওবা পড়িয়ে দিলেন ।
.
… একটুপর তৃতীয় আরেকজন এসে একই কারণে তওবা পড়ে গেলো ।
.
এরকম ফালতু কারণে তওবা পড়াতে পড়াতে ইমাম সাহেবের মেজাজ খারাপ হয়ে গেলো । .
এমন সময় চতুর্থ আরেকজন আসলো ।
.
ইমাম সাহেব বিরক্ত হয়ে বললেন – “তুমিও নদী’তে কুলি ফেলেছো নাকি?”
.
লোকটা রাগে চীৎকার করে উঠলো-
.
.
.
.
.
.
বললঃ “আমিই কুলি…রেলস্টেশনে যাওয়ার পথে তিনটা ছেলে আমাকে ধাক্কা দিয়ে নদী’তে ফেলে ভাগছে ।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন