বল্টু গেছে ডাক্তারের চেম্বারে...
বল্টুঃ ডাক্তার সাব, চেম্বারে বসে রোগি দেখতে ভিজিট কত নেন ?
ডাক্তারঃ ১০০ টাকা।
বল্টুঃ আর বাসায় গিয়ে রোগী দেখলে কত নেন ?
ডাক্তারঃ ১৫০ টাকা।
বল্টুঃ তাইলে আমার সাথে বাসায় চলেন।
(বল্টু ডাক্তারের মোটর সাইকেলে চড়ে তার সাথে বাসায়
আসলো এবং ডাক্তারকে ১৫০ টাকা দিয়ে বললো)
বল্টুঃ এই নেন টাকা,চলে যান।
ডাক্তারঃ কেন, রোগী কোথায় ?
বল্টুঃ রোগী নাই।
ডাক্তারঃ তাইলে আমারে আনলেন কেন ?
বল্টুঃ আসলে আপনার ওখান থেকে আমার বাসায়
আসতে ভাড়া লাগে ২০০ টাকা, তাই আপনার গাড়িতে আসলাম।
১৫০ টাকা দিয়ে কাজ হয়ে গেল।
বল্টুরে কেউ মাইরালা.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন