মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪

"তাড়াতাড়ি তোলো, এতক্ষণ লাগে নাকি ??"


পড়ানোর এক পর্যায়ে মেজাজ খারাপ কইরা ছাত্রীকে বললাম, "তাড়াতাড়ি তোলো, এতক্ষণ লাগে নাকি ??" ছাত্রীর আম্মা দৌড়াইয়া রুমে আসলো ... বিব্রত হইয়া কইলাম, "অঙ্কটা তাড়াতাড়ি তোলো !!" ১০ মিনিট পর বললাম, "ধরো ... তাইলেই বের হবে !!" আবার তার আম্মা দৌড়াইয়া আসলো ... বিব্রত হইয়া বললাম, "ধারার সমষ্টি 'n' ধরো ... তাইলেই বের হবে ... ANSWER বের হবে !!" তার কিছুক্ষণ পর বলিলাম, "১ মিনিটেই হয়ে গেলো ??" আবার ছাত্রীর আম্মা দৌড়াইয়া আসলো ... বিব্রত হইয়া বলিলাম, "এত্ত এত্ত জটিল গুণ ... ১ মিনিটে কেমনে হইল ??" তার কিছুক্ষণ পর ম্যাথ দেখতে দেখতে বলিলাম, "এইখানে কী করছো ?? ... গুণ কেন করছো ?? ... কী করতে হবে বলো তো ??" ছাত্রী বলিল, "ভাগ !!" ছাত্রীর আম্মা আবার দৌড়াইয়া আসিল ... ছাত্রীর আম্মাও "ভাগ" বলার আগেই বিব্রত হইয়া বলিলাম, "আজকে এই পর্যন্তই ... আমি যাই !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন